শীতের মরসুমেও হাতিয়ার হয়ে উঠুক অ্যালোভেরা শুষ্ক ত্বকের জেল্লা ফেরাতে এবার অ্যালোভেরাতেই নজর দিন স্কিনের অতিরিক্ত তেলাভাব নিয়ন্ত্রণ করে তাই ত্বক থাকে ফ্রেস সব সময় গাছের পাতা কেটে ভিতরের জেল মুখে মাখুন এতে আপনার ত্বক হবে মসৃণ ও উজ্জ্বল অ্যালোভেরা জেল অ্যান্টিঅক্সিডেন্টযুক্ত যা ত্বককে সতেজ রাখে রোদ, ধুলো, দূষণে ক্ষতিগ্রস্ত স্কিন সারিয়ে সারিয়ে তুলতে সাহায্য করে কাটা দাগ, ক্ষতচিহ্ন, ব্রণর দাগ কমিয়ে আপনাকে দেয় উজ্জ্বল ত্বক অ্যালোভেরার জুস ওজন কমাতে বেশ কার্যকরী শরীরের জমে থাকা মেদ দূর করে