Image Source: pixabay.com

আয়ুর্বেদ বিশেষজ্ঞরা জানাচ্ছেন, যখন খিদে পাবে, কেবলমাত্র তখনই খাবার খাওয়া দরকার

Image Source: pixabay.com

খিদে পাওয়ার অর্থ, আগে খাওয়া খাবার সঠিকভাবে হজম হয়ে গিয়েছে, সেই সময় খেলেই তা সঠিকভাবে হজম হয়

Image Source: pixabay.com

খাবার সবসময় শান্ত এবং যে পরিবেশে মানসিক শান্তি আসে, তেমন জায়গায় বসে খাওয়া দরকার

Image Source: pixabay.com

খাওয়ার সময় টিভি দেখা, বই পড়া, মোবাইল ফোন ঘাঁটাঘাঁটি করা ঠিক নয় বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা

Image Source: pixabay.com

শরীর যতটা পরিমাণ খাবার চায়, ততটাই খাওয়া দরকার। আমাদের প্রত্যেকেদের শরীরে খাবারের চাহিদা আলাদা আলাদা

Image Source: pixabay.com

তাই কারও সঙ্গে তুলনা করে নয়, বরং আপনার শরীর যতটা খাবার চাইছে, ততটাই খাওয়া দরকার

Image Source: pixabay.com

খাবার সবসময়ই গরম খাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। ফ্রিজ থেকে রান্না করা খাবার বের করে তা সরাসরি খাওয়া উচিত্ নয়

Image Source: pixabay.com

খুব শুকনো খাবার খেলে হজমের সমস্যা দেখা দিতে পারে। খাবার যেন খুব শুষ্ক না হয়ে যায় সেদিকে নজর রাখা দরকার

Image Source: pixabay.com

খাবার রান্না করার সময় কোনও অংশ যেন কাঁচা থেকে না যায়। তাহলে তা পাকস্থলীতে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে

Image Source: pixabay.com

খুব দ্রুত খাবার খেতে নিষেধ করছেন বিশেষজ্ঞরা। খাবার সবসময় ভালো করে চিবিয়ে খাওয়া দরকার