দিনের বেলা দুবার হালকা গরম জল দিয়ে মুখ ধুয়ে নিন।

Image Source: pixabay

ব্রণর জন্য সবচেয়ে ভালো হলুদ, মধুর সাথে মিশিয়ে ব্যবহার করুন।

Image Source: pixabay

এর অ্যান্টি-ব্যাকটেরিয়াল গুণ দ্রুত ব্রণ কমায়।

Image Source: pixabay

ত্বকের যত্নের জন্য সবচেয়ে ভালো উপায় হলো অ্যালোভেরা।

Image Source: pixabay

ঘুমানোর আগে ব্রণর ওপর অ্যালোভেরা লাগান,সকালে ধুয়ে ফেলুন।

Image Source: pixabay

ব্রণ কমাতে মুলতানি মাটিও খুব উপযোগী।

Image Source: pixabay

এটি ত্বক থেকে অতিরিক্ত তেল শুষে নিয়ে ত্বক পরিষ্কার করে।

Image Source: pixabay

ব্রণ থেকে মুক্তি পেতে প্রচুর জল পান করুন ও ভালো খাবার খান।

Image Source: pixabay

ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ।

Image Source: pixabay

এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি চিকিৎসকের পরামর্শ নিন।

Image Source: pixabay