থাইরয়েডের সমস্যা আছে এমন ব্যক্তিদের সয়াবিন খাওয়া উচিত নয়।

Image Source: pexels

এটি হাইপোথাইরয়েড বা হাইপার থাইরয়েডের সমস্যা বাড়াতে পারে।

Image Source: pexels

কিডনি রোগে আক্রান্ত ব্যক্তিদের সয়াবিন খাওয়া উচিত নয়।

Image Source: pexels

কারণ এটি কিডনি রোগের জন্য ক্ষতিকর হতে পারে।

Image Source: pexels

এর ফলে শরীরে টক্সিন জমা হওয়ার আশঙ্কা তৈরি হয়।

Image Source: pexels

হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের সয়াবিন খাওয়া উচিত নয়।

Image Source: pexels

এতে উপস্থিত ট্রান্স ফ্যাট কোলেস্টেরল হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে তোলে।

Image Source: pexels

গর্ভবতী মহিলা ও স্তন্যপান করানো মহিলাদেরও সয়াবিন খাওয়া উচিত নয়।

Image Source: pexels

ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ।

Image Source: pexels

এটি মেনে চলার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

Image Source: pexels