অসহ্য গরমে নাজেহাল বঙ্গ

এ সময় বাড়ে হিট স্ট্রোকের প্রবণতা

ফুটিফাটা গরমে অসুস্থ হয়ে পড়ছেন অনেকেই

এ সময় তরল খাবার খাওয়া, অহেতুক বাইরে না বেরনোর পরামর্শ চিকিৎসকদের

হিট স্ট্রোক মস্তিষ্ক এবং অন্যান্য অঙ্গের সাময়িক বা পাকাপাকি ক্ষতি করতে পারে

অনেক সময় এর পূর্ব লক্ষণ থাকে, আবার অনেক ক্ষেত্রে থাকে না

হিট স্ট্রোকে একটু বেশি বয়সের মানুষদের আক্রান্ত হওয়ার প্রবণতা বেশি

উচ্চ তাপমাত্রায় দীর্ঘ সময় থাকলে হিট স্ট্রোক হতে পারে

হিট স্ট্রোকের উপসর্গ গুলি হল -

বমি বমি ভাব, খিঁচুনি, বিভ্রান্তি, চেতনা হারিয়ে ফেলা

হিট স্ট্রোকের অন্যান্য লক্ষণগুলি হল -

মাথা ঝাঁকুনি, মাথা ঘোরা এবং হালকা মাথাব্যথা, গরম লাগছে অথচ ঘামের নাও হতে পারে

হিট স্ট্রোকের অন্যান্য লক্ষণগুলি হল -

খিঁচুনি, বুক ধড়ফড় করে অজ্ঞান হয়ে যাওয়া

এই সমস্যা এড়াতে,

খুব প্রয়োজন না হলে ভর দুপুরে বাইরে না বেরনোই ভাল।

হিটের ক্র্যাম্প বেশি হয়। তরল বেশি খেতে হবে।

যতটা সম্ভব রোদে কম বেরতে হবে।

বেশি করে জল খান, আউটডোর অ্যাক্টিভিটি কমিয়ে আনুন

দিনে একাধিকবার স্নান করতে হবে।