মন খারাপ থাকলেও কেটে যাবে ।
হিংসে করবেন না, বরং নিজের লক্ষ্যে অবিচল থাকুন
স্বাস্থ্য ভোগাতে পারে, সচেতন থাকুন।
কানের যন্ত্রণা ভোগাতে পারে, চিকিৎসকের পরামর্শ নিন
সহকর্মীদের সঙ্গে প্রতিযোগিতা হবে, তবে হিংসে করবেন না।
মুখের হাসি ধরে রাখুন। বজায় রাখুন পজিটিভ এনার্জি।
কর্মক্ষেত্রে ভাল সংবাদ আসতে পারে। তবে অন্ধভাবে কাউকে বিশ্বাস করা যাবে না।
কাছের মানুষের সঙ্গে ঠোকাঠুকি লাগতে পারে। ব্যক্তিগত আক্রমণ এড়ান।
শিল্পীমনা যাঁরা তাঁদের সাফল্য আসতে পারে। কাজে মন রাখুন।
লাভ হবে ব্যবসায়। তবে পথ কঠিন।
সুস্থ থাকার চেষ্টা করুন। নেতিবাচক ভাবনা মাথায় রাখবেন না।
রেষারেষি এড়িয়ে যান। বিপদ আসবে না।