কেক বানাতে ঝক্কির দিন শেষ এবার ওভেন ছাড়াই সহজ পদ্ধতি কেক তৈরি সম্ভব কীভাবে বানাবেন? বাড়িতে থাকা বিভিন্ন জিনিস দিয়েই বানিয়ে ফেলুন সুস্বাদু কেক কেক তৈরির উপকরণ চিনি, ময়দা, ডিম, মাখন, বেকিং পাউডার, দুধ, ভ্যানিলা এসেন্স, ড্রাই ফ্রুটস কেক বানানোর পদ্ধতি একটি পাত্রে ময়দা, বেকিং পাউডার, চিনি একসঙ্গে মিশিয়ে নিতে হবে অন্য পাত্রে নিতে হবে মাখন, দুধ, ভ্যানিলা এসেন্স, দুটো ডিম মাখন, দুধ, ভ্যানিলা এসেন্স, ডিম একসঙ্গে মেশাতে হবে দুটি মিশ্রণকে মেশাতে হবে ময়দার মিশ্রণের সঙ্গে মিশিয়ে দিতে হবে দুধ এবং ডিমের মিশ্রণ। কেক তৈরিতে প্রয়োজন বেকিং ট্রে বা বেকিং পট বেকিং ট্রে বা বেকিং পটে মাখন ব্রাশ করতে হবে কীভাবে প্রেসার কুকারে বসাতে হবে? প্রেসার কুকার উপরের লিড খুলে মাঝারি আঁচে বসিয়ে দিতে হবে। অল্প আঁচে ৩০ মিনিট অল্প আঁচে ৩০ মিনিট প্রেসার কুকারে রাখতে হবে ওই পাত্র কীভাবে বুঝবেন কেক হয়েছে কি না? নির্দিষ্ট সময়ের পর টুথপিক দিয়ে কেকের মাঝের অংশ গেঁথে তুলে নিতে হবে।