কিন্তু চিকেন দিয়ে পপকর্ন। হ্যাঁ অতি সহজেই তা বানিয়ে ফেলা যায়।

পপকর্নের সঙ্গে পরিচিত সকলেই

বাড়িতেই চটজলদি বানিয়ে ফেলা যায় সুস্বাদু এই স্ন্যাকস।

দোকান থেকে কিনে খাওয়ার দিন শেষ

বোনলেস চিকেন - ২৫০ গ্রাম, ডিম , ব্রেড ক্রাম্বস, পিঁয়াজ বাটা, আদা, রসুন, গোলমরিচ, লঙ্কা, কর্নফ্লাওয়ার, তেল এবং নুন।

উপকরণ

লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, নুন, আদা-রসুন বাটা, পেঁয়াজ বাটা মেশাতে হবে।

প্রণালী

ছোট ছোট টুকরো করে রাখা চিকেন ওই মিশ্রণে ভাল করে মেশাতে হবে।

চিকেন যোগ করতে হবে

ওই মিশ্রণে কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিশিয়ে নিন। শেষে দিতে হবে ডিম।

যোগ করতে হবে কর্ন ফ্লাওয়ার ও ডিম

চিকেন এবার একটা একটা করে টুকরো ব্রেড ক্রাম্বস-এর মধ্যে দিয়ে মিশিয়ে নিতে হবে।

ব্রেড ক্রাম্বসে দিতে হবে চিকেন

কড়াইতে তেল গরম হলে চিকেনের টুকরোগুলি তেলের মধ্যে দিতে থাকুন।

চিকেন ভাজতে হবে

পপকর্ন টিস্যু পেপারের ওপর রাখতে হবে।

ভাজা হলে তেল থেকে তুলতে হবে

সস বা মেয়োনিজের সঙ্গে গরম গরম পরিবেশন করুন।

পরিবেশন