সবার আগে রান্নাঘরের বেসিন পরিষ্কার রাখুন।
রান্নাঘরের জন্য সুতির কাপড় কিনে রাখুন।
চিনা মাটি ডিশ কিনলে যত্নে রাখুন।
ওটিজিতে স্ট্রিলের ট্রে রান্নার পরেই ধুয়ে ফেলুন।
রান্নাঘরে খালি ওভেনে জ্বালানো অবস্থায় চিমনি চালাবেন না।
পরিষ্কার করার জন্য লেবু যুক্ত ডিটাজেন্ট ব্যবহার করুন।
ফ্রিজ সাজিয়ে রাখুন, কিছু না থাকলেও পরিষ্কার রাখুন।
ধাতব পাত্রে খাওয়া দাওয়া করতে পারেন, এটা স্বাস্থ্যকর।
সেরামিক ডিশের প্রতি আকর্ষণ থাকলে সাজিয়ে রাখুন।
তবে স্টিলের ডিশ সহজলভ্য, মরচে পড়ার ভয় নেই।