গরমকালে ত্বকের নানা সমস্যা দেখা দেয়। যার মধ্যে সবথেকে বেশি হল ট্যান পড়ার সমস্যা।
রোদে ছাতা ব্যবহার করা, সানগ্লাস ব্যবহার করলেও তা সব সময় কার্যকরী হবে এমন নিশ্চয়তা।
ত্বকের পোড়া ভাব দূর করতে অনেকেই বাজার থেকে কেনা নানা জিনিস ব্যবহার করেন।
কিন্তু ঘরোয়া উপকরণের সাহায্যেই ট্যান দূর করা সম্ভব।
ট্যান দূর করতে দই আর টোম্যাটোর প্যাক ব্যবহার করা যেতে পারে। টোম্যাটোর অ্যান্টিঅক্সিডান্ট ত্বকের উজ্জ্বলতা বাড়ায়, দইয়ের ল্যাকটিক অ্যাসিড কোমলতা নিশ্চিত করে।