খাওয়ার পর ভাল করে জল দিয়ে মুখ ধুয়ে নিন

দাঁতের যত্ন নিন

ব্রাশ

রোজ দু-বেলা ব্রাশ করুন

শক্ত ব্রাশ নয়

ভাল ব্রাশ ব্য়বহার করুন

মাজনে নজর

পারলে ভেষজ পেস্ট দিয়ে দাঁত মাজুন

নুন

নুন জল দিয়ে মাঝেমধ্যে মুখের ভিতর ধুয়ে নিন

মাউথ ওয়াশ মাউথ ওয়াশ ব্যবহারে দাঁত ভাল থাকবে

ক্যালশিয়াম

ক্যালশিয়াম সমৃদ্ধ খাবার খান

মিষ্টি নয়

লজেন্স, চকোলেট ইত্যাদি মিষ্টি জাতীয় খাবার কম খেলেই ভাল

ফাইবার

যে সব খাদ্যে ফাইবার রয়েছে সেই খাবার খান

ডেনটিস্টের পরামর্শ

যেকোনও সমস্যায় ডেনটিস্টের পরামর্শ নিন