ক্যালেন্ডারে বসন্তকাল, তবে চড়ছে তাপামাত্রার পারদ
রোদের মধ্যে বাইরে গেলে বাড়বে ট্যান পড়ার আশঙ্কাও
রোদে পা পুড়ে ট্যান পড়ার আশঙ্কা থেকেই যায়
পায়ের যত্ন নিতে মানতে হবে কিছু সহজ পন্থা
পিউমিস স্টোন ব্যবহার করে পা এক্সফোলিয়েট করা যায়
স্নান শেষে ক্রিম বা শসা বা অ্যালোভেরা ময়শ্চারাইজার ব্যবহার করা যায়
নখ সুন্দর দেখাতে চাইলে, তাহলে রঙিন নেইল পেইন্ট ব্যবহার করতে হবে
অন্যের নয়, শুধুমাত্র নিজেদের জুতোই ব্যবহার করা উচিত
অন্য কারোর সঙ্গে মোজা শেয়ার করা বন্ধ করতে হবে
অতিরিক্ত ঘামের সমস্যা থাকলে সুতির মোজা পরা যাবে
রক্ত সঞ্চালন যাতে সঠিকভাবে হয় তার জন্য হালকা জুতো পরতে হবে