ত্বকের যত্নে কীভাবে ব্যবহার করবেন মরসুমি ফল? ত্বকের সমস্যা সমাধানে এবং ঔজ্জ্বল্য বাড়াতে ব্যবহার করা যেতে পারে মরসুমি ফল এই তালিকায় রয়েছে বেদানা বেদনায় উপস্থিত ভিটামিন সি ত্বকে নতুন কোলাজেন তৈরি করতে সাহায্য করে। বেদানার রস, দই, গ্রিন টি, মধু দিয়ে তৈরি প্যাক ব্যবহার করা যেতে পারে ত্বক পরিচর্চায় তরমুজ এই ফলে উপস্থিত ভিটামিন C এবং E, ত্বক ঊজ্জ্বল করতে সাহায্য করে। তরমুজের খোসা ত্বকে ব্যবহার করলে ত্বক থাকে সতেজ। খরমুজ খরমুজে উপস্থিত ভিটামিনA, B, C ত্বকে পুষ্টি জোগাতে সাহায্য করে। এই ফল এক টুকরো ব্যবহার করলে প্রদাহ এবং জ্বালাভাব দূর হয়। ত্বক সতেজ থাকে। সবেদা অ্যান্টিঅক্সিডেন্টের অন্যতম উৎস এই ফল। যা ত্বকের গঠন ঠিক রাখে। আমন্ড গুঁড়োর সঙ্গে সবেদা মিশিয়ে ব্যবহার করলে ত্বক পরিষ্কার হয়। ব্ল্যাকহেডস দূর হয়।