সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন ক্রিকেট কমিটির সুপারিশ মেনে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়মে একগুচ্ছ বদল আসতে চলেছে

আগে ব্যাটার ক্যাচ আউট হলে দেখা হতো, তিনি অপর প্রান্তের ব্যাটারকে ক্রস করেছেন কি না, ক্রস করলে স্ট্রাইক নিতেন অপর প্রান্তের ব্যাটার, নতুন ব্যাটার দাঁড়াতেন নন স্ট্রাইকিং প্রান্তে

নতুন নিয়মে ক্রিজে আসা ব্যাটারই স্ট্রাইক নেবেন, সে আউট হওয়া ব্যাটার অপর প্রান্তের ব্যাটারের সঙ্গে ক্রস করুন বা না করুন

টেস্ট ও ওয়ান ডে ক্রিকেটে ক্রিজে নতুন নামা ব্যাটারকে প্রথম বল খেলার জন্য ২ মিনিটের মধ্যে প্রস্তুত হতে হবে

টি-টোয়েন্টি ক্রিকেটে সেই সময়টা ৯০ সেকেন্ড

কোনও শট খেলার সময় ব্যাটারের ব্যাটের বা শরীরের একটা অংশ পিচে থাকতেই হবে, তা নাহলে বলটিকে ডেড বল ঘোষণা করা হবে

কোনও বল খেলতে ব্যাটারকে পিচ ছাড়তে বাধ্য হতে হলে সেই বলটিকে নো বল ডাকা হবে

বল পালিশে লালার ব্যবহার চিরকালের জন্য বন্ধ করা হল

বোলার বল করার জন্য দৌড় শুরু করার পর কোনও ফিল্ডার অবৈধভাবে নড়াচড়া করলে ব্যাটিং দলকে ৫ রান পেনাল্টি হিসাবে দেওয়া হবে

মাঁকড়ীয় আউটকে রান আউট হিসাবে চিহ্নিত করা হচ্ছে

ওয়ান ডে ক্রিকেটেও নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে না পারলে বাকি ওভারে ফিল্ডিং দলকে একজন বাড়তি ফিল্ডারকে ৩০ গজের বৃত্তের মধ্যে রাখতে হবে