ওয়ান ডে ক্রিকেটে ৩ বার ৯৯ রান করে আউট হয়েছেন সচিন তেন্ডুলকর, যা একটি রেকর্ড



তালিকায় দুইয়ে শ্রীলঙ্কার সনৎ জয়সূর্য, ওয়ান ডে-তে ২ বার ৯৯ রান করে আউট হয়েছেন



তিনি ইংল্যান্ডের কিংবদন্তি, সেই জেফ বয়কট ওয়ান ডে ক্রিকেটে একবার ৯৯ রান করে ফিরেছেন



ইংল্যান্ডের জস বাটলারও ওয়ান ডে ক্রিকেটে একবার ৯৯ করে ফিরেছেন



দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি এ বি ডিভিলিয়ার্সও ওয়ান ডে ক্রিকেটে একবার ৯৯ রানে আউট হন



রাহুল দ্রাবিড়ও একবার ওয়ান ডে ক্রিকেটে ৯৯ রান করে আউট হন, করাচিতে পাকিস্তানের বিরুদ্ধে



ওয়ান ডে-তে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক, সেই কোহলিও একবার ৯৯ রানে আউট হন



বিশ্বের একমাত্র ব্যাটার হিসাবে ওয়ান ডে-তে তিনটি ডাবল সেঞ্চুরি, তবে একবার ৯৯ রানেও আউট হন রোহিত শর্মা



৯ নম্বরে অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার, কলম্বোয় শ্রীলঙ্কার বিরুদ্ধে ৯৯ রানে ফিরেছিলেন ওয়ার্নার



তালিকায় দশম নাম অ্যাডাম গিলক্রিস্টের, শ্রীলঙ্কার বিরুদ্ধে ৯৯ রানে থাকার সময় রান আউট হয়ে যান (ছবি - পিটিআই)