২০২১ বছরটি চরম উষ্ণ বছর ছিল ভারতের

এমনটাই জানিয়েছে মৌসম ভবন

তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অনেকটাই বৃদ্ধি পেয়েছে

১৯০১ সালের পর এতটা বৃদ্ধি পেয়েছে তাপমাত্রা

চরম আবহাওয়ার কারণে ১৭৫০ জন মারা গেছে

গত বছরে বন্যা, বৃষ্টি, ভূমিধসও হয়েছে প্রচুর

১৯০১ সালের পর মাঝের কয়েক বছরেও উষ্ণ আবহাওয়া ছিল

বার্ষিক গড় আবহাওয়া স্বাভাবিকের থেকে বেশি ছিল

চরমতম আবহাওয়াও দেখা গিয়েছিল গত বছর

স্বাভাবিকের চেয়ে ০.৪৪ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে

যা আরেকদিকে চিন্তারও, জানিয়েছে আবহাওয়াবিদরা

২০১৬, ২০০৯, ২০১৭ এবং ২০১০ সালেও রেকর্ড হয়

তারপর ২০২১ সালে ফের বাড়ল ভারতের বার্ষিক গড় তাপমাত্রা