বলিউড তারকাদের মধ্যে ইরা খানের বাগদানে উপস্থিত থাকতে দেখা যায় ফতিমা সানা শেখকে প্রসঙ্গত, আমির খানের সঙ্গে কিরণ রাওয়ের বিচ্ছেদের খবর ঘোষণা হতেও আঙুল ওঠে ফতিমা সানা শেখের দিকে আমির খানের মা-কেও উপস্থিত থাকতে দেখা যায় ইরা খানের বাগদানে। কিছুদিন আগেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি শুধু রিনা দত্তই নন, ইরা খানের বাগদানে উপস্থিত ছিলেন আমির খানের আর এক প্রাক্তন স্ত্রী কিরণ রাও ছেলে আজাদের সঙ্গে দেখা যায় তাঁকে কিছুদিন আগেই ইরা খানকে বিয়ের প্রস্তাব দেন তাঁর প্রেমিক নুপূর টানা ২ বছর সম্পর্কে থাকার পর, জিম প্রশিক্ষক নপুর শিখারেকে 'হ্যাঁ' জানিয়েছেন ইরা সোশ্যাল মিডিয়ায় একাধিকবার ইরাকে ছবি শেয়ার করতে দেখা গিয়েছে কখনও পরিবারের সঙ্গে জন্মদিনে, কখনও আবার প্রেমিকের সঙ্গে একান্ত সময় কাটিয়েছেন তিনি মেয়ের বাগদানের আমির খানকে দেখা যায় বেইজ রঙের কুর্তা এবং ম্যাচিং ধুতিতে পাপারাৎজ্জিদের ক্যামেরায় পোজ দেন তিনি আমির কন্যা ইরাকে নতুন জীবনের শুভেচ্ছা জানাচ্ছেন সাধারণ নেট নাগরিক থেকে অন্যান্য তারকারা আমির খানের প্রথম স্ত্রী রিনা দত্তর কন্যা ইরা। তাঁকে উপস্থিত থাকতে দেখা যায় আমির খানের ভাগ্নে ইমরান খানকে দেখা যায় উপস্থিত থাকতে। দীর্ঘদিন পর ক্যামেরার সামনে ধরা দিলেন তিনি ইরা খানের বাগদানে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্যরা