অ্যামাজনের গ্রেট রিপাবলিক ডে সেল ২০২৩ সব গ্রাহকদের জন্য শুরু হয়ে গিয়েছে। ১৫ জানুয়ারি থেকে ২০ জানুয়ারি পর্যন্ত চলবে ই-কমার্স সংস্থা অ্যামাজনের এই সেল। এসবিআই- এর ক্রেডিট কার্ড থাকলে ১০ শতাংশ ইন্সট্যান্ট ছাড় পাবেন ক্রেতারা। প্রায় ২৫০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে এক্ষেত্রে। অ্যামাজনের গ্রেট রিপাবলিক ডে সেল ২০২৩- এ কোন কোন স্মার্টফোনের দাম ছাড় রয়েছে, একঝলকে দেখে নেওয়া যাক। অ্যাপেলের আইফোন ১৩ ১২৮ জিবি মডেল পাওয়া যাচ্ছে ৫৯,৯৯৯ টাকায়। এই ফোনের আসল দাম ৬৯,৯০০ টাকা। ওয়ানপ্লাস ১০আর ৫জি- অ্যামাজনের গ্রেট রিপাবলিক ডে সেলে ওয়ানপ্লাসের এই ফোন কেনা যাচ্ছে ২৯,৯৯৯ টাকায়। রিয়েলমি নারজো ৫০- রিয়েলমির এই ফোনের আসল দাম ১৫,৯৯৯ টাকা। তবে অ্যামাজনের রিপাবলিক ডে সেল ২০২৩- এ এই ফোন কেনা যাবে ৯৯৯৯ টাকায়। আইকিউওও নিও ৬- ভিভো সংস্থার সাব-ব্র্যান্ড আইকিউওও- এর এই ফোনের আসল দাম ৩৪,৯৯৯ টাকা। তবে অ্যামাজনের সেলে আইকিউওও নিও ৬ ফোন কেনা যাবে ২৭,৯৯৯ টাকায়। অ্যামাজনের এই সেলে মোবাইল ফোনের পাশাপাশি ল্যাপটপ, স্মার্ট টিভি, অ্যামাজন ডিভাইস এবং অন্যান্য ইলেকট্রনিক্স ডিভাইসের উপর থাকছে ছাড়।