স্বাস্থ্যের দিকে বিশেষ ভাবে নজর রাখুন।

শেয়ারবাজারে বিনিয়োগের আগে সব দিক ভাল করে খুঁটিয়ে বিবেচনা করে নিন, না হলে ক্ষতি হতে পারে।

সন্তানের লেখাপড়া নিয়ে চিন্তায় দিন কাটতে পারে মিথুন রাশির জাতকদের।

কর্মক্ষেত্রে মহিলা সহকর্মীদের সঙ্গে অশান্তি এড়ান। না হলে সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে।

অন্যের কথায় কান দিয়ে সংসারে অশান্তি করবেন না।

কর্মক্ষেত্রে জরুরি কাজে মন দিন। না হলে তা বাকি পড়ে থেকে পরে সমস্যা তৈরি করতে পারে।

জীবনসঙ্গীকে কোনও চমকে দেওয়ার মতো 'সারপ্রাইজ' উপহার দিতে পারেন।

দিনভর অফুরন্ত 'এনার্জি' অনুভব করবেন। যে কোনও কাজ দ্রুত ও নিখুঁত ভাবে সেরে ফেলতে পারবেন।

পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। মনোমালিন্য থাকলে মিটিয়ে ফেলুন।

কাজের জায়গায়, বিশেষত, ক্লায়েন্টের সঙ্গে ভেবেচিন্তে কথা বলা জরুরি।

পেট বা পায়ের সমস্যা হলে ফেলে রাখবেন না। দ্রুত ডাক্তার দেখান।

তুমুল ব্যস্ততায় দিন কাটার সম্ভাবনা, ফলে আগে থেকে করে রাখা কোনও 'প্ল্যান' বানচাল হতে পারে।