হিন্দু ধর্মে তুলসি গাছকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়

বিশ্বাস করা হয়, যে বাড়িতে তুলসি গাছ থাকে সেখানে কোনও সমস্যা হয় না

এর যত্ন নিলে ঘরে সুখ ও সমৃদ্ধি আসে। এই গাছের কাছে কিছু জিনিস রাখা খুবই অশুভ

বাস্তুশাস্ত্র অনুযায়ী, তুলসি গাছ রাখার জন্য কিছু বিশেষ নিয়ম রয়েছে। সেগুলি না মানলে বাড়িতে সমস্যা দেখা দেয়

তুলসি গাছ খুবই পবিত্র, তাই এর আশপাশে কখনই ময়লা ছড়াবেন না

জুতো বা চপ্পল কখনই তুলসির চারপাশে রাখা উচিত নয়। তুলসীকে দেবী লক্ষ্মীর রূপ মনে করা হয়

এমনটা বিশ্বাস করা হয় যে, তুলসির কাছে জুতো বা চপ্পল রাখলে দেবী লক্ষ্মী ক্ষুব্ধ হন

শিবলিঙ্গ কখনই তুলসি পাত্রে রাখা উচিত নয়

ঘরে কাঁটাযুক্ত গাছ লাগানো উচিত নয়। এতে ঘরে নেতিবাচক প্রভাব পড়ে

ভুলেও তুলসির কাছে ঝাড়ু রাখা উচিত নয়। এটা বিশ্বাস করা হয় যে এটি করলে ঘরে দারিদ্র আসে