প্রত্যাবর্তন সিরিজে ব্যাটে, বলে দুরন্ত পারফর্ম করেছেন রবীন্দ্র জাডেজা জাডেজা ১৭টি উইকেট নেওয়ার পাশাপাশি ৯৬ রানও করেছেন রোহিত এই সিরিজে ইতিমধ্যেই শতরান হাঁকিয়েছেন তিনিই এখনও পর্যন্ত সিরিজে সর্বাধিক ১৮৩ রান করেছেন জাডেজার স্পিন জুড়িদার অশ্বিনও ব্যাটে, বলে অনবদ্য পারফর্ম করেছেন তিনি ১৪ উইকেট নেওয়ার পাশাপাশি ৬০ রানও করেছেন অক্ষর পটেল বল হাতে মাত্র একটি উইকেট নিয়েছেন তবে ব্যাট হাতে দুই টেস্টেই অর্ধশতরান হাঁকিয়েছেন তিনি স্পিনাররা একা নন, বল হাতে অজিদের বিরুদ্ধে দাপট দেখিয়েছেন শামিও তাঁর দখলে সিরিজে ৭ উইকেট নেওয়ার পাশাপাশি ৩৭ রানের একটি ইনিংসও খেলেছেন