দেব আনন্দ

রূপোলি পর্দায় সাফল্যের আগে তিনি মুম্বইয়ের সেন্সর বোর্ডে ক্লার্ক হিসেবে কাজ করছেন।

সরকারি চাকরি

এই সরকারি চাকরিতে দেব আনন্দ মাইনে ছিল ১৬৫ টাকা।

রাজকুমার

বলিউডের সুপারস্টার রাজকুমার সিনেমায় আসার আগে পুলিশে চাকরি করতেন। তিনি মহারাষ্ট্র পুলিশে চাকরি করতেন।

রজনীকান্ত

জনপ্রিয় অভিনেতা রজনীকান্ত অভিনেতা হওয়ার আগে বাসের কন্ডাক্টর ছিলেন। এই সরকারি চাকরি ছেড়ে সিনেমা জগতে এসেছিলেন তিনি।

অমরীশ পুরী

দুর্দান্ত অভিনয় দক্ষতায় দর্শকদের মুগ্ধ করেছেন বলিউডের প্রয়াত অভিনেতা অমরীশ পুরী। তার আগে তিনি ছিলেন বীমা নিগমের ক্লার্ক।

বলরাজ সাহনি

বলরাজ সাহনি ছিলেন কলেজের অধ্যাপক। চাকরি ছেড়ে অভিনয় দুনিয়ায় এসে ইন্ড্রাস্ট্রিতে জমি শক্ত করেছিলেন।

জনি ওয়াকার

জনি ওয়াকার অভিনয় জগতে আসার আগে মুম্বইয়ে বাস কন্ডাক্টর ছিলেন। নিজের প্রতিভার জেরে বলিউডে প্রতিষ্ঠা পেয়েছিলেন তিনি।

শিবাজী সাটম

শিবাজী সাটমও অভিনয় জগতে আসার আগে সরকারি চাকরি করতেন। এক ব্যাঙ্কে ক্যাশিয়ার হিসেবে কাজ করতেন তিনি।

অমল পালেকর

সাদাসিধে অভিনয়, পাশের বাড়ির ছেলের ইমেজ নিয়ে বলিউডে জনপ্রিয় অমল পালেকর।

ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ক্লার্ক

অভিনেতা হওয়ার আগে তিনি ছিলেন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ক্লার্ক।