'কিউ কি সাঁস ভি কভি বহু থি'-র কৃষ্ণাতুলসী-কে মনে আছে?
ABP Ananda
Image Source: Mouni Roy Instagram

'কিউ কি সাঁস ভি কভি বহু থি'-র কৃষ্ণাতুলসী-কে মনে আছে?

চেনা লাগলেও সেই তরুণীর সঙ্গে আজকের মৌনী রায়ের মিল পাওয়া কঠিন।
ABP Ananda

চেনা লাগলেও সেই তরুণীর সঙ্গে আজকের মৌনী রায়ের মিল পাওয়া কঠিন।

কখনও ঝলমলে লেহঙ্গা, কখনও আবার হাই-স্লিট ড্রেস। সবেতেই দুরন্ত সাবলীল বঙ্গতনয়া।
ABP Ananda

কখনও ঝলমলে লেহঙ্গা, কখনও আবার হাই-স্লিট ড্রেস। সবেতেই দুরন্ত সাবলীল বঙ্গতনয়া।

পায়েল সিংহলের ডিজাইন করা এই ক্রিম লেহঙ্গায় ফ্যাশন শো মাতিয়েছেন মৌনী।

পায়েল সিংহলের ডিজাইন করা এই ক্রিম লেহঙ্গায় ফ্যাশন শো মাতিয়েছেন মৌনী।

হাই-স্লিট ড্রেসেও একই রকম সুন্দর লেগেছে তাঁকে।

মাঝেমধ্যে একেবারে ক্যাজুয়াল পোশাকেও ছবি দেন মৌনী। তাঁর লুক সেখানেও 'নিখুঁত সুন্দর'।

সোশ্যাল মিডিয়ায় এক এক রকম সাজে ছবি দিতে দেখা যায় তাঁকে।

অভিনয়-জগতেও আলাদা করে নজর কেড়েছেন মৌনী। বিশেষত 'ব্রহ্মাস্ত্র' মুক্তির পর শোরগোল পড়ে যায় তাঁকে নিয়ে।

ভক্তেরা অবশ্য আগে থেকেই তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে নজর রাখেন।

বড় পর্দায় আসার আগে ছোটপর্দাতেও চুটিয়ে অভিনয় করেছেন বঙ্গতনয়া। দুটিতেই বিপুল জনপ্রিয় তিনি।