আর কদিন পরেই কর্নাটকে বিধানসভা নির্বাচন। তার আগে, রবিবার মান্ড্যতে প্রচারসভা করলেন নরেন্দ্র মোদি। এমনিতে ওই এলাকা JDS-এর শক্ত ঘাঁটি বলেই পরিচিত। এবার সেই রাজ্যের ভোটযুদ্ধে প্রধানমন্ত্রীর জনপ্রিয়তার উপরই ভরসা করছে কর্নাটকের বিজেপি। এদিন মান্ড্যতে একাধিক প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। মান্ড্য এবং হুব্বালি-ধারওয়ার জেলায় মোট ১৬ হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করেন। বেঙ্গালুরু-মাইসুরু এক্সপ্রেসওয়েরও উদ্বোধনও হয়। এই রাস্তার ফলে বেঙ্গালুরু থেকে মাইসুরু যেতে সওয়া এক ঘণ্টা লাগবে। রবিবার বক্তব্য রাখার সময় কংগ্রেসকে নিশানা করেন তিনি। কংগ্রেসের একটি স্লোগান নিয়ে হাতশিবিরকে কটাক্ষ করেন তিনি। বলেন, 'কংগ্রেস মোদির কবর খোঁড়ার স্বপ্ন দেখছে।... ওঁরা এই স্বপ্ন দেখছে, আমি রাস্তা তৈরি আর গরিবদের উন্নয়নে ব্যস্ত আছি।'