Image Source: Janhvi Kapoor, Khushi Kapoor Instagram

কখনও 'চাঁদনী', কখনও আবার 'হাওয়া হাওয়াই', পর্দায় তাঁকে নানা রূপে দেখে মুগ্ধ হয়েছে দর্শক।

'সদমা'-এর মতো ছবিতেও যে তিনি দুর্দান্ত অভিনয় করতে পারেন, তা প্রমাণ করে দিয়েছিলেন।

ভারতের প্রথম 'ফিমেল সুপারস্টার' শ্রীদেবীর জন্মদিনে আজ অনেকেই তাই আবেগপ্রবণ।

নানা চরিত্রে দর্শকদের মুগ্ধ করেছিলেন, হয়তো আরও বহু চরিত্রে অভিনয় বাকি ছিল তাঁর।

২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে হঠাৎ চলে যান 'রূপ কি রানি'।

কিন্তু শ্রীদেবীর মতো নায়িকার ঐতিহ্য তাতে এতটুকু টাল খায়নি।

সতীর্থের কথা স্মরণ করে এদিন তাই ইনস্টাগ্রামে পোস্ট দিয়েছিলেন অনিল কপূর।

শ্রীদেবীর সঙ্গে জুটি বেঁধে একের পর এক হিট দিয়েছিলেন অনিল। সেই স্মৃতি ভোলার নয়।

মা-কে ভুলতে পারেননি দুই কন্যা। তাঁদের ইনস্টা-প্রোফাইলে তাই শ্রীদেবীর পুরনো ছবি জ্বলজ্বল করছে।

শ্রদ্ধা জানিয়ে 'ডুডল' দেয় গুগল-ও।