বাংলাতেই নানা জেলায় লুকিয়ে রয়েছে অসংখ্য দর্শনীয় স্থান। তেমনই একটি জেলা হাওড়া। হাওড়া স্টেশন: রাজ্যের অন্যতম ব্য়স্ত রেলস্টেশন। লোকাল থেকে দূরপাল্লা, সব ট্রেনের জন্যই আসতে হবে এখানে। মল্লিকঘাট ফুলের বাজার: ১৮০০ শতক থেকে হাওড়ার অংশ। রকমারি ফুলের বাজার। বোটানিক্যাল গার্ডেন: কতরকম গাছ চেনেন? এখান এলে চোখ কপালে উঠবেই। গাদিয়ারা: এখানে মিলেছে রূপনারায়ণ ও হুগলি। দারুণ উইকএন্ড ডেস্টিনেশন। গড়চুমুক: পিকনিকের জন্য আদর্শ। শীতকালে উপচে পড়ে পিকনিক পার্টির ভিড়। সাঁতরাগাছি ঝিল: সাঁতরাগাছি রেলওয়ে স্টেশনের পাশেই। পরিযায়ী পাখি দেখার ঠিকানা। হাওড়া ব্রিজ: হাওড়া ব্রিজ শুধু হাওড়া নয়, কলকাতার ইতিহাসেরও অঙ্গ। বেলুড় মঠ: রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সদর দফতর। স্বামী বিবেকানন্দের হাতে প্রতিষ্ঠিত। আন্দুল রাজবাড়ি: আন্দুলের এই রাজবাড়ি তালিকায় থাকবেই। রামরাজাতলা: শ্রাবণের শেষ রবিবার রাম বিজয়া উপলক্ষে উপচে পড়ে ভিড়। বছরভরই ভক্ত সমাগম।