কয়েকদিনের মধ্যেই ২০২১ শেষ হয়ে আসছে ২০২২ সাল।
নতুন বছরকে নিয়ে অনেকের মনেই অনেক আশা থাকে। প্রত্যেকেই চায়, নতুন বছর যেন তাদের জীবনে শুভ হয়ে ওঠে।
জীবনে সুখশান্তি ও সম্বৃদ্ধি কামনায় ২০২২ নতুন বছরের জন্য বাস্তু টিপস।
বাস্তু শাস্ত্রে এমন কিছু উপায় বলা হয়েছে যাতে আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে উঠতে পারে
নতুন বছরে বাড়িতে রুপোর হাতি নিয়ে এলে শান্তি ও সুখ-সম্বৃদ্ধি আসে। চাকরিতে উন্নতি হয়।
বাড়িতে ধাতুর কচ্ছপ আনতে পারেন। বাড়িতে রুপো, পিতল ও ব্রোঞ্জ দিয়ে তৈরি কচ্ছপের মূর্তি রাখা শুভ বলে মনে করা হয়।
বাস্তুশাস্ত্র অনুসারে, বাড়িতে লাফিং বুদ্ধ রাখাও শুভ বলে মনে করা হয়। নতুন বছরে বাড়িতে লাফিং বুদ্ধ আনতে পারেন।
বাস্তুশাস্ত্র অনুসারে, বাড়ি ময়ূরের পালক রাখাও খুবই শুভ বলে মনে করা হয়, ভাগ্যের পথে বাধা দূর হয়
নতুন বছরে গোমতী চক্রও বাড়িতে আনতে পারেন। তা এনে সিঁদুরের কৌটোয় রাখা দরকার।
নতুন বছরে মানি প্ল্যান্ট বা তুলসীর চারা বাড়িতে লাগাতে পারেন। বাস্তু অনুসারে, এই গাছগুলি লাগালে বাড়িতে ধনসম্পদ বৃদ্ধি পায়।
মোতি শঙ্খ বিধিবিধান অনুসারে পুজো করে সিন্দুকে রাখলে বাড়ি, কর্মস্থল, দোকানে অর্থ অবিচল থাকে এবং আয় বৃদ্ধি পায়