অন্যের নজরে পড়তে কার না ভাল লাগে। কিন্তু কিন্তু কারও কারও ক্ষেত্রে এই চাহিদা অনেক বেশি থাকে। মনোযোগ পাওয়ার আকাঙ্খা কিন্তু নির্ভর করে রাশির উপরেও
Image Source: Pixabay, Pexels
কিছু কিছু রাশির জাতকরা তুলনায় অনেকটাই বেশি মনোযোগ পেতে চান। ঘনিষ্ঠ ব্যক্তি হোক বা সামাজিক অনুষ্ঠান, তাঁরা সবসময়েই আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে চান।
Image Source: Pixabay, Pexels
এই বিষয়টিকে ভিত্তি করে ১২ টির মধ্যে ৪টি রাশিকে বেছে নেওয়া যায়, যে ৪ রাশির জাতকরা আকর্ষণের কেন্দ্রবিন্দুতে আসতে সবচেয়ে বেশি আগ্রহী হন।
Image Source: Pixabay, Pexels
সিংহ রাশি: প্রথমেই কথা বলতে হবে সিংহ রাশির। এই রাশির জাতকরা সবসময়েই আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে চান।
Image Source: Pixabay, Pexels
মজার লোক হন এরা। মনোযোগ পাওয়ার আকাঙ্খা রয়েছে। লোকজনকে মাতিয়ে রাখতে পারেন এরা।
Image Source: Pixabay, Pexels
মেষ রাশি: আকর্ষণের কেন্দ্রে থাকতে ভালবাসেন মেষ রাশির জাতকরা। কাজের জায়গায় হোক বা পারিবারিক ক্ষেত্রে-সর্বত্র একই বাসনা থাকে তাঁদের।
Image Source: Pixabay, Pexels
বৃশ্চিক রাশি: যে কোনও সামাজিক ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে আকর্ষণের কেন্দ্রে থাকেন তাঁরা। উৎসাহ-উদ্দীপনায় ভরপুর থাকেন এঁরা। ফলে স্বাভাবিকভাবেই এঁদের প্রতি আকৃষ্ট হন অনেকে।
Image Source: Pixabay, Pexels
মিথুন রাশি: যে কারও সঙ্গে সহজে মিশে যেতে পারেন মিথুন রাশির জাতকরা। যে কোনও বিষয়কে চিত্তগ্রাহক করে তুলতে পারেন এঁরা। মনোযোগ পাওয়ার বাসনাও থাকে এঁদের।
Image Source: Pixabay, Pexels
ডিসক্লেইমার: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে এবিপি লাইভ কোনও ধরনের বিশ্বাস, তথ্য সমর্থন করে না। কোন তথ্য বা অনুমান প্রয়োগ করার আগে, সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন।