টেস্টে বল হাতে ফের ভেল্কি আর অশ্বিনের নাগপুরে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিলেন তামিলনাড়ুর অফস্পিনার প্রথম ইনিংসে ৩ উইকেট নিয়েছিলেন ম্যাচে দুই ইনিংস মিলিয়ে মোট ৮ উইকেট অশ্বিনের দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়ে এক মাইলফলকও স্পর্শ করলেন অশ্বিন দেশের মাটিতে টেস্টে এই নিয়ে ২৫ বার ইনিংসে ৫ উইকেট নিলেন অশ্বিন ছুঁয়ে ফেললেন অনিল কুম্বলের রেকর্ড কিংবদন্তি লেগস্পিনার টেস্টে দেশের মাটিতে ২৫ বার ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন কুম্বলের সঙ্গে একই কীর্তি গড়ে ফেললেন অশ্বিনও ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে কম টেস্টে সাড়ে চারশো উইকেট নেওয়ার নজিরও গড়েছেন অশ্বিন