ক্রিকেট মাঠে কূটনীতির ছায়া ভারত বনাম অস্ট্রেলিয়ার চতুর্থ টেস্ট ম্যাচ হচ্ছে আমদাবাদে বৃহস্পতিবার শুরু হল টেস্ট ম্যাচ সেই টেস্ট ম্যাচ দেখতে মাঠে হাজির নরেন্দ্র মোদি ও অ্যান্থনি অ্যালবানিজ দুই দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে দেখা গেল উন্মাদনা ভারত-অস্ট্রেলিয়ার ক্রিকেটীয় দ্বৈরথের ৭৫ বছর পূর্তি হল সেই উপলক্ষ্যেই মাঠে হাজির দুই দেশের প্রশাসনিক প্রধান নিজের নামাঙ্কিত স্টেডিয়ামে খেলা দেখলেন মোদি রোহিত শর্মা-বিরাট কোহলিদের সঙ্গে জাতীয় সঙ্গীত গাইলেন মাঠে দাঁড়িয়ে মোদি ও অ্যালবানিজ মাঠ প্রদক্ষিণও করেন রোহিত ও স্টিব স্মিথের হাতে বিশেষ টুপি তুলে দেন মোদি ও অ্য়ালবানিজ