লর্ডসের নায়ক

ম্যাচে মোট ৮ উইকেট নিলেন মহম্মদ সিরাজ

প্রথম ইনিংসে দাপট

প্রথম ইনিংসে ৪টি উইকেট নিয়েছিলেন সিরাজ

বলে কামাল

প্রথম ইনিংসে ৩০ ওভারে ৯৪ রান দিয়ে নিয়েছিলেন ৪ উইকেট

দুরন্ত ছন্দে

প্রথম ইনিংসে শিকারের তালিকায় ছিলেন ডম সিবলি, হাসিব হামিদ, জনি বেয়ারস্টো ও অলি রবিনসন

ঘাতক বোলিং

দ্বিতীয় ইনিংসে মাত্র ১০.৫ ওভারে ৩২ রানে ৪ উইকেট নিলেন সিরাজ

আগুনে স্পেল

দ্বিতীয় ইনিংসে শিকার জস বাটলার, মঈন আলি, স্যাম কারান ও জেমস অ্যান্ডারসন

কোহলির ভরসা

ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের ৫২তম ওভারে বাটলার ও অ্যান্ডারসনকে ৩ বলের ব্যবধানে ফেরান

ম্য়াচের পর ট্যুুইট

সিরাজ লিখেছেন, 'নিজের ওপর বিশ্বাস থাকলে জাদু হয়। আত্মবিশ্বাস সব কিছুকে সম্ভব করে তোলে।'

প্রতিশ্রুতিমান কেরিয়ার

৭ টেস্টে ২৭ উইকেট নিয়েছেন ডানহাতি পেসার

মেলবোর্ন থেকে লর্ডস

মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট অভিষেক, আর পিছনে ফিরে তাকাতে হয়নি