ওপেনে ভারত অধিনায়ক শিখর ধবন তাঁর পার্টনার হিসেবে নামবেন ফর্মে থাকা শুভমন গিল প্রথম ম্যাচে ঝকঝকে ৮০ হাঁকিয়েছিলেন, কাল তিন নম্বরে নিশ্চিতভাবেই শ্রেয়স চার নম্বর পজিশনে জায়গা পাকা সূর্যকুমার যাদবের ফিনিশারের ভূমিকায় দেখা যাবে দীপক হুডাকে উইকেট কিপার ব্য়াটার হিসেবে খেলবেন ঋষভ পন্থ স্পিনার অলরাউন্ডার হিসেবে খেলবেন ওয়াশিংটন সুন্দর পেসার হিসেবে অবশ্যই থাকছেন দীপক চাহার তরুণ পেসার অর্শদীপ সিংহ রয়েছেন তালিকায় চলতি সিরিজেই ওয়ান ডে তে অভিষেক হয়েছে উমরান মালিকের, তিনিও থাকছেন চোট সারিয়ে প্রত্যাবর্তন করেছেন, থাকছেন কুলদীপ যাদবও