হাতে আর মাত্র ২ দিন, তারপরই শুরু হয়ে যাচ্ছে এশিয়া কাপ



এবারের টুর্নামেন্টের আয়োজক দেশ পাকিস্তান



তবে ভারতীয় দল পাকিস্তানে গিয়ে টুর্নামেন্ট খেলবে না বলে টুর্নামেন্ট হচ্ছে দুই দেশ মিলিয়ে



পাকিস্তানে হবে ৪টি ম্যাচ, বাকি ৯ ম্যাচ হবে শ্রীলঙ্কায়



৩০ অগাস্ট প্রথম ম্যাচ মূলতানে



সেদিন আয়োজক পাকিস্তানের মুখোমুখি নেপাল



প্রথম ম্যাচ খেলতে মূলতানে পৌঁছে গিয়েছেন পাক ক্রিকেটারেরা



গ্রুপ পর্বে ভারত-পাকিস্তান মহারণ ২ সেপ্টেম্বর পাল্লেকেলে-তে



পাক তারকা মহম্মদ রিজওয়ান জানিয়েছেন, যে দল চাপ সামলাতে পারবে, তারাই জিতবে



এশিয়া কাপের আগে আফগানিস্তানকে হারিয়ে ছন্দে রয়েছে পাকিস্তান (ছবি - PCB)