বিশ্বকাপ ফাইনাল হারের মাসখানেক পর অবশেষে মাঠে নামছেন কোহলি



দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট দিয়েই ঘটছে তাঁর প্রত্যাবর্তন



এই ম্যাচেই বিশ্বরেকর্ড গড়ার হাতছানি বিরাট কোহলির সামনে



আর ৬৬ রান করলেই কোহলি ২০২৩ সালে দুই হাজার আন্তর্জাতিক রান করে ফেলবেন



সপ্তমবার এক ক্যালেন্ডার বর্ষে এই গণ্ডি পার করবেন কোহলি



২০১২, ২০১৪, ২০১৬, ২০১৭, ২০১৮ ও ২০১৯ সালে দুই হাজার আন্তর্জাতিক রানের গণ্ডি পার করেছিলেন বিরাট



এক্ষেত্রে কুমার সাঙ্গাকারাকে পিছনে ফেলে এককভাবে এই রেকর্ড নিজের নামে করার হাতছানি বিরাটের সামনে



এই ম্যাচে আর ১১ উইকেট নিলে আর অশ্বিনও বিশেষ তালিকায় নাম লেখাবেন



মাত্র নবম বোলার এবং দ্বিতীয় দ্রুততম হিসাবে ৫০০ উইকেট নেবেন ভারতীয় অফস্পিনার



সেঞ্চুরিয়ানে টস হেরে প্রথম ব্যাট করছে ভারত, অভিষেক ঘটাচ্ছেন প্রসিদ্ধ কৃষ্ণ