৬৪২ বলে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট ম্যাচের ফয়সালা হল কেপ টাউনে, বলের হিসাবে সবচেয়ে দ্রুত শেষ হওয়া ম্যাচ



৬০.২৩, টেস্টের দ্বিতীয় ইনিংসে মারক্রামের ব্যাটিং গড়। দক্ষিণ আফ্রিকার জার্সিতে সেরা



দ্বিতীয় ইনিংসে ১২ রান এলগারের, ইনিংসে একজন সেঞ্চুরি করেছেন, এরকম টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ রানের নিরিখে সর্বনিম্ন



মারক্রামই হলেন একমাত্র ব্যাটার যিনি টেস্টে সেঞ্চুরি করেছেন যেখানে অন্য কোনও সতীর্থ দুই ইনিংসে ২০ রানও তুলতে পারেননি



একটা টেস্ট ম্যাচে দুজন ভারতীয় পেসার ৬ বা তার বেশি উইকেট নিচ্ছেন, এরকম ঘটনা ঘটল দ্বিতীয়বার



এশিয়ার বাইরে ৮ বার পাঁচ বা তার বেশি উইকেট পেলেন বুমরা, ভারতীয় ক্রিকেটারদের মধ্যে যুগ্মভাবে দ্বিতীয়



টেস্টে বুমরার ৯ বার পাঁচ বা তার বেশি উইকেট, তিনবার দক্ষিণ আফ্রিকার মাটিতে, শ্রীনাথের সঙ্গে যুগ্মভাবে এই নজির গড়লেন বুমরা



কেপ টাউনে এটাই ভারতের প্রথম টেস্ট ম্যাচ জয়



এই নিয়ে দ্বিতীয় বার ভারত কোনও টেস্ট ম্যাচ জিতল যেখানে তাদের কোনও ব্যাটার পঞ্চাশ রান করেনি



কেপ টাউনে সর্বোচ্চ ৪৬ রান করেছেন বিরাট কোহলি (ছবি - পিটিআই)