কোহলির কীর্তিতে ভাগ বসাতে চলেছেন সূর্যকুমার



আন্তর্জাতিক টি-২০-তে ৫৬ ইনিংসে ২ হাজার রান সম্পূর্ণ করেছিলেন কোহলি



তিনিই এ ব্যাপারে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে দ্রুততম



সেই কীর্তিতে এবার ভাগ বসানোর সুযোগ স্কাইয়ের



আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৫৫ ইনিংসে ১৯৮৫ রান রয়েছে সূর্যকুমার যাদবের



পরের ম্যাচে আর ১৫ রান করলেই কোহলিকে স্পর্শ করবেন সূর্যকুমার



মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে রয়েছে সেই সুযোগ



তবে কীর্তি হলে কোহলির চেয়ে কম ম্যাচে ২ হাজারের মাইলফলক স্পর্শ করবেন স্কাই



২ হাজার রান করতে কোহলির লেগেছিল ৬০ ম্যাচ



কোহলির চেয়ে এক ম্যাচ কম খেলে সেই শৃঙ্গে আরোহণ করতে পারেন সূর্যকুমার (ছবি - BCCI)