দ্বিতীয় ম্য়াচেও দলকে সামনে থেকে নেতৃত্ব দেবেন রোহিত

সূর্ষকুমার যাদব ওপেনিং না মিডল অর্ডার, কোথায় ব্যাট করেন, সেটা দেখার বিষয়

দীপক হুডা দলে সুযোগ পেলে তিনিও ওপেনিংয়ের সম্ভাব্য বিকল্প

ঋষভ পন্তের দলে জায়গা নিয়ে কোনও প্রশ্নচিহ্ন নেই

হার্দিক পাণ্ড্য তো দলে থাকছেনই

দীনেশ কার্তিক দলের 'ফ্লোটার', পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং পজিশন বদলায় তার

সদ্য চোট সারিয়ে ফেরা রবীন্দ্র জাডেজাকে দল থেকে বাদ দেওয়ার প্রশ্নই নেই

গত ম্য়াচে ভাল বোলিং করে অশ্বিনও নিজেকে প্রমাণ করেছেন

ভুবনেশ্বর এই সিরিজে দলের অভিজ্ঞতম বোলার

অর্শদীপ সিংহ আবারও গত ম্য়াচে প্রভাবিত করেছেন, তিনি বাদ পড়ার সম্ভাবনা কম

রবি বিষ্ণোই ও চাহালের মধ্যেই দলে জায়গা পাওয়ার লড়াইটা হবে