পোর্ট অফ স্পেনে আজ ভারত-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্টের শেষ দিন



ডমিনিকায় জিতে সিরিজে ১-০ এগিয়ে রয়েছে ভারত



দ্বিতীয় টেস্ট জিতলে বা ড্র হলে সিরিজ ভারতের



তবে সমতা ফেরানোর সুযোগ রয়েছে ক্যারিবিয়ানদেরও



শেষ দিন সর্বোচ্চ ৯৮ ওভারের খেলা হবে



জিততে হলে ভারতকে তুলতে হবে বাকি ৮ উইকেট



২৮৯ রান তুলে দিতে পারলে ম্যাচ জিতে নেবে ওয়েস্ট ইন্ডিজ়



সিরিজও সেক্ষেত্রে ১-১ ফলে অমীমাংসিতভাবে শেষ হবে



পিচে বল ঘুরতে শুরু করেছে



মহম্মদ সিরাজ বলেছেন, অশ্বিন একাই শেষ করে দিতে পারেন ওয়েস্ট ইন্ডিজ়কে (ছবি - BCCI, ICC, CWI)