প্রথম ওয়ান ডেতে অপরাজিত ৮২ রান করার পরে শুভমন গিলকে বাদ দেওয়ার প্রশ্নই উঠে না

তাঁর সঙ্গে ওপেনিংয়ে শিখর ধবনই বজায় থাকবেন

অধিনায়ক কেএল রাহুল এই ম্যাচে ব্যাটিং পাওয়ার আশায় থাকবেন

ঈশান কিষাণকেও ফের একবার সুযোগ দেওয়া হবে এই ওয়ান ডেতে

কিপার হিসাবে দলে সঞ্জু স্যামসনের জায়গা পাকা

দীপক হুডাকেও না খেলানোর কোনও কারণ নেই

অক্ষর পটেল গত ম্যাচে বল হাতে তেমন সাফল্য না পেলেও, তাঁকে আরেকটি ম্যাচ পরখ করে দেখা হবে

প্রথম ওয়ান ডেতে তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হওয়া দীপক চাহারেরও দলে জায়গা পাকা

কুলদীপ যাদব দলের বোলিং আক্রমণে বৈচিত্র আনেন, তাঁর খেলার সম্ভাবনা প্রবল

মহম্মদ সিরাজ আগের ম্যাচে ভাল পারফর্ম করেননি, তাঁর জায়গায় আবেশ খানকে খেলানোর সুযোগ থাকলেও এই ম্যাচে সম্ভবত সিরাজই খেলবেন

প্রসিদ্ধ কৃষ্ণ প্রথম ম্যাচেও উইকেট পেয়েছেন, এই ম্যাচেও তাঁর কাছ থেকে একইরকম প্রত্যাশা থাকবে