Image Source: PTI, Shah Rukh Khan Instagram

স্বাধীনতার ৭৫ বছর! অন্যান্য বারের থেকে এবার উদযাপনের মেজাজ তাই অনেক ক্ষেত্রেই আলাদা।

যেমন 'হর ঘর তেরঙ্গা' উদ্যোগ। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান সেই উদ্যোগের অংশ হিসেবে একটি মিছিল উদ্বোধন করেন।

দেশের নানা শহরে হর ঘর তেরঙ্গার বিভিন্ন ছবি দেখা যায়।

জাতীয় পতাকা হাতে মিছিল করলেন বৃহন্নলাদের একাংশ।

হালে এই নিয়ে একটি সার্কুলার জারি করেছিল কর্পোরেট অ্যাফেয়ার্স মিনিস্ট্রি।

সার্কুলারে বলা হয়, জনসাধারণের মনে দেশাত্মবোধ তৈরি করতেই 'হর ঘর তেরঙ্গা'-র উদ্যোগ।

উদ্যোগে সামিল হয়েছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টরও।

মুম্বইয়ে জাতীয় পতাকা হাতে মিছিল করল কচিকাচারাও।

'হর ঘর তেরঙ্গা'-য় সামিল হতে দেখা গেল বলি-তারকা শাহরুখ খানকে।

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিও সামিল হন এই উদ্যোগে।

সব মিলিয়ে দুরন্ত সাফল্য, দাবি সংস্কৃতি মন্ত্রকের।