মঙ্গলবার দেশজুড়ে পালিত হচ্ছে ৭৭তম স্বাধীনতা দিবস



ইডেন গার্ডেন্সে স্বাধীনতা দিবস উদযাপনের অনুষ্ঠানে মধ্যমণি সৌরভ গঙ্গোপাধ্যায়



মঙ্গলবার সকালে স্বাধীনতা দিবস উদযাপনের জন্য ইডেনে হাজির হয়ে গিয়েছিলেন সৌরভ



পরনে ধূসর রংয়ের টি শার্ট, একই রংয়ের ট্রাউজার্স, পায়ে সাদা স্নিকার্স



যাবতীয় আকর্ষণের কেন্দ্রে ছিলেন সৌরভ



পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীতের পর হাই টি অনুষ্ঠানে যোগ দেন সৌরভ



সিএবি সদস্য ও ক্লাবকর্তাদের সঙ্গে খোশমেজাজে আড্ডা দিতে দেখা যায় প্রাক্তন সিএবি প্রেসিডেন্টকে



কয়েকদিন আগেই সৌরভ জানিয়ে দিয়েছেন, শীঘ্রই আসছে দাদাগিরি সিজন ১০



আপাতত দাদাগিরির শ্যুটিং নিয়ে ব্যস্ত থাকবেন সৌরভ



ইডেনে বিশ্বকাপ আয়োজনে সৌরভকে সক্রিয়ভাবে চায় সিএবি