রোহিত শর্মা মাত্র দুই রানেই ফেরায় ভারতের শুরুটা ভাল হয়নি ম্যানেজমেন্টের ভরসার দাম দিয়ে রাহুল অর্ধশতরান করেন বিরাট কোহলি ৬৪ রানের অনবদ্য ইনিংস খেলেন ভারত ১৮৪/৬ রান তোলে ঝোড়ো অর্ধশতরানে লিটন শুরুটা দারুণ করেন বৃষ্টিতে বাংলাদেশের লক্ষ্য কমে ১৫১ রান হয় ৬০ রানে লিটনকে রান আউট করেন রাহুল একই ওভারে শাকিব আল হাসান ও আফিফকে সাজঘরে ফেরত পাঠান অর্শদীপ পরের ওভারেই জোড়া সাফল্য পান হার্দিকও শেষমেশ ১৪৫ রানেই থেমে যায় বাংলাদেশের ইনিংস