এশিয়ান গেমসের ইতিহাসে প্রথমবার পদকসংখ্যার বিচারে সেঞ্চুরি হাঁকাল ভারত



শনিবার ছয়টি সোনা আসে ভারতের ঝুলিতে



মোট ১০৭ পদক ১৯তম এশিয়ান গেমসের অভিযান শেষ করল ভারত



দিনের প্রথম সোনা আসে তিরন্দাজ জ্যোতি সুরেখা ভেন্নামের হাত ধরে



দিনের শেষ সোনাটি জেতে ভারতীয় পুরুষ কবাডি দল



এশিয়ান গেমসের ইতিহাসে ভারতকে ব্যাডমিন্টনে প্রথম সোনা এনে দেন সাত্ত্বিক- চিরাগ



ভারতের শততম পদকটি আসে ভারতীয় মহিলা কবাডি দল সোনা জেতায়



পুরুষদের কমপাউন্ড তিরন্দাজিতে অভিষেক ভার্মাকে পরাজিত করে সোনা জেতেন ওজাস



ক্রিকেটে আফগানিস্তানকে হারিয়ে সোনা জিতে নেন রবি বিষ্ণোই, অর্শদীপরা



শেষবেলায় ভারতীয় পুরুষ এবং মহিলা দাবাড়ু দল দুইটি রুপো জিতে অভিযান শেষ করে