অমর জওয়ান জ্যোতি

ইন্ডিয়া গেটে ৫০ বছর পরে নিভল অমর জওয়ান জ্যোতির বহ্নিশিখা।

ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল

অমর জওয়ান জ্যোতির অনির্বাণ শিখা মিশিয়ে দেওয়া হল ৪০০ মিটার দূরে ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালের অগ্নিতে। সামরিক রীতি অনুযায়ী সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন হয়।

রইল স্মারক

ইন্ডিয়া গেটে গত ৫০ বছর ধরে থাকা অনির্বান অমর জ্যোতির জায়গায় রইল শুধু স্মারক, যেখানে রয়েছে উল্টে থাকা রাইফেলে সামরিক হেলমেট।

মিলল জাতীয় সমর স্মারকে

শুক্রবার চিফ অফ ইন্টিগ্রেটেড স্টাফ কমিটি, এয়ার মার্শাল বিআর কৃষ্ণার উপস্থিতিতে অমর জওয়ান জ্যোতি মিলল জাতীয় সমর স্মারকে।

সামরিক রীতিতে

ইন্ডিয়া গেট থেকে সেনার জওয়ানরা ইন্ডিয়া গেট থেকে অমর জওয়ান জ্যোতি ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে নিয়ে আসেন

বিতর্ক

অমর জওয়ান জ্যোতি বলে আলাদা কিছু যে থাকবে না, সে ব্যাপারে সরকারি স্তরে সিদ্ধান্ত হয়ে গিয়েছিল আগেই। শুক্রবার তা প্রকাশ্যে আসে। শুরু হয়ে যায় বিতর্ক।

১৯৭২ সাল

ঐতিহাসিক বাংলাদেশ যুদ্ধে শহিদ সেনাদের স্মৃতিতে তৈরি অমর জওয়ান জ্যোতির অগ্নিশিখায় জ্বালানো হয় একটি মশাল।

যথাযোগ্য মর্যাদা

যথাযোগ্য মর্যাদায় জ্বলন্ত মশাল নিয়ে সেনা জওয়ানরা রওনা দেন ৪০০ মিটার দূরে জাতীয় যুদ্ধ স্মারক বা ওয়ার মেমোরিয়ালে।

ভারতীয় সেনার পরাক্রম

১৯৭১-এর যুদ্ধে পাকিস্তানকে দু’টুকরো করে দিয়েছিল ভারত।জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ।

যুদ্ধে যে ভারতীয় জওয়ানরা প্রাণ দিয়েছিলেন, ১৯৭২ সালে তাঁদের স্মৃতিতে দিল্লি-তে তৈরি করা হয় অমর জওয়ান জ্যোতি।