ভারতীয় দলের অধিনায়কত্ব করবেন রোহিত শর্মা, পাশাপাশি টপ অর্ডারে তাঁর ভূমিকাও বেশ গুরুত্বপূর্ণ

কেএল রাহুল ফিট হয়ে গেলে তাঁকে দলের বাইরে রাখা বর্তমানে কার্যত অসম্ভব

এশিয়া কাপে দলে ফিরেছেন বিরাট কোহলি, তাই কোহলিকে জায়গা করে দিতে বাইরে বসতে হবে দীপক হুডাকে

দলের কিপার হিসাবে ঋষভ পন্থের জায়গা নিয়ে কোনওরকম প্রশ্নচিহ্ন নেই

রাহুল ফেরায় ওপেনিং থেকে এশিয়া কাপ হয়তো ফের একবার মিডল অর্ডারেই খেলতে দেখা যাবে সূর্যকুমার যাদবকে

পেস বোলিং অলরাউন্ডার হিসাবে হার্দিক পাণ্ড্যর একাদশে থাকাটা নিশ্চিত

দীনেশ কার্তিক না আরেকজন বিশেষজ্ঞ বোলার, এই সিদ্ধান্তটা ম্যানেজমেন্টকে দিতে হবে, তবে হার্দিক বল করলে কার্তিকরে খেলানো হতে পারে

দলের দ্বিতীয় অলরাউন্ডার হিসাবে রবীন্দ্র জাডেজা ফিট থাকলে তিনিই খেলবেন

বুমরার অনুপস্থিতিতে দলের সবথেকে সিনিয়ার বোলার ভুবনেশ্বর কুমারের একাদশে থাকা নিয়ে কোনও সন্দেহ নেই

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ সেরা অর্শদীপ এশিয়া কাপে প্রথম একাদশে থাকছেন, এমনটা ধরে নেওয়াই য়ায়

আমিরশাহির স্পিন সহায়ক পিচে দলে দ্বিতীয় বিশেষজ্ঞ স্পিনার হিসাবে যুজবেন্দ্র চাহালের সুযোগ না পাওয়াটাই অস্বাভাবিক হবে