দ্বিতীয় বিশ্বকাপ জয়ের লক্ষ্যে ঘরের মাঠে মাঠে নেমেছে ভারতীয় হকি দল স্পেনের বিরুদ্ধে অভিযান শুরু করে ভারত রাউরকেল্লায় এই ম্যাচ দেখতে ভিড় ছিল চোখে পড়ার মতো প্রথম মিনিটেই স্পেন প্রথম বড় গোলের সুযোগ পায় তবে সময় বাড়তে ম্যাচ বল দখল নিয়ে লিড নেয় ভারত ভারতের হয়ে গোল করেন অমিত রোহিদাস অমিতের গোলের পর দ্বিতীয় কোয়ার্টের হার্দিক ভারতের ব্যবধান দ্বিগুণ করেন হরমনপ্রীত পেনাল্টি স্ট্রোক থেকে গোল করতে ব্যর্থ হন তা সত্ত্বেও জমাট রক্ষণে ভর করে ২-০ ম্যাচ জেতে ভারত ম্যাচ সেরা হন ওড়িশার ভূমিপুত্র অমিত রোহিদাস