যুব এশিয়া কাপ ভারতের যুব এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারতের ১০৬ রান তোলে শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করে ১০৬ রান করে শ্রীলঙ্কা ভারতের লক্ষ্যমাত্রা হয় ১০২ ডাক ওয়ার্থ লুইসে ভারতের লক্ষ্যমাত্রা হয় ১০২ ম্যাচ জয় ভারতের ২১.৩ ওভারে ম্যাচ জয় ভারতের সেমিতে ভারতের টাইগার বধ সেমিতে বাংলাদেশকে হারিয়েছিল ভারত শেক রশিদ৩১ অপরাজিত শেক রশিদ ৪৯ বলে ৩১ রান করে অপরাজিত থাকেন দুরন্ত অংকৃষ রঘুবংশী অংকৃষ রঘুবংশী ৬৭ বলে ৫৬ রান করেন ৫ বার লঙ্কাবধ টুর্নামেন্টের ফাইনালে ৫ বার লঙ্কাবধ ৮ বারই খেতাব ঝুলিতে ৯ বারের মধ্যে ৮ বারই খেতাব ঝুলিতে ২০১২ সালে যুগ্ম চ্যাম্পিয়ন ভারত ২০১২ সালে পাকিস্তানের সঙ্গে যুগ্ম চ্যাম্পিয়ন ভারত