দলের অধিনায়কত্ব করবেন রোহিত শর্মা রোহিতের সঙ্গে শিখর ধবনই সম্ভবত ভারতের হয়ে ওপেন করবেন দলে ফিরেছেন বিরাট কোহলি তিনে ব্যাট করবেন সম্ভবত মিডল অর্ডারে ব্যাট করবেন রাহুল ছন্দে থাকা শ্রেয়স আইয়ার দল থেকে বাদ পড়লে তা বিস্ময়েরই হবে কিপার হিসাবে খেলার সম্ভাবনা পন্থের বাংলার শাহবাজের বদলে সম্ভবত অক্ষর সুযোগ পাবেন দলে দীপক চাহারকে নতুন বল হাতে দেখা যেতে পারে ওয়াশিংটন ও শার্দুলের মধ্যে একজন খেলবেন নতুন বল হাতে চাহারকে সঙ্গ দিতে পারেন সিরাজ বাড়তি গতির জন্য উমরান সুযোগ পেতে পারেন