ফর্মে ফেরা বিরাট কোহলিকে একাগ্রতার সঙ্গে ব্যাট করতে দেখা যায়

এই সিরিজেই চোট সারিয়ে দলে ফেরা যশপ্রীত বুমরাকে বেশ খোশমেজাজেই দেখা গেল

বুমরার পাশাপাশি হর্ষল পটেলও এশিয়া কাপে খেলেননি, চোট সারিয়ে ফিরছেন তিনিও

দীপক চাহারকে নিজেকে প্রমাণ করতে মরিয়া হবেন এই সিরিজে, তাঁকেও বেশ হাসিখুশিই দেখাল

চাপের মুখে ভুবনেশ্বরের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠেছে, নিশ্চয়ই সেই প্রশ্নগুলির জবাব দিতে চাইবেন তিনি

ফিনিশার হিসাবে দীনেশ কার্তিক প্রথম একাদশে সুযোগ পান কি না, সেই দিকেও সকলের নজর থাকবে

এশিয়া কাপে একেবারেই ভাল পারফর্ম করতে পারেননি, অস্ট্রেলিয়া সিরিজে তাই ফর্মে ফিরতে মরিয়া হবেন যুজবেন্দ্র চাহাল।

অলরাউন্ডার হার্দিক পাণ্ড্যর দিকে স্বাভাবিকভাবেই নজর থাকবে, তিনিও বেশ খোশমেজাজেই ছিলেন

এবার অপেক্ষা খালি মাঠে নামার, মঙ্গলবার থেকে শুরু ভারত-অস্ট্রেলিয়া সিরিজ

সিরিজের আগে রোহিত নিশ্চিত করে দিয়েছেন কেএল রাহুলই তাঁর সঙ্গে ওপেন করবেন