দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রবিবার দ্বিতীয় টি-টোয়েন্টি খেলবে ভারত

তার আগে শনিবার অনুশীলনে নেমে পড়লেন বিরাট কোহলিরা

অনুশীলন করতে দেখা গেল বুমরার বদলি হিসাবে সুযোগ পাওয়া সিরাজকেও

গত ম্যাচে অর্ধশতরানকারী রাহুল মন দিয়ে অনুশীলন করলেন

গত ম্যাচে কার্তিক নয় কিপার হিসাবে খেলেছিলেন পন্থ

গুয়াহাটিতে কিন্তু কার্তিককে ঘাম ঝড়াতে দেখা গেল

প্রথম ম্যাচের সেরা অর্শদীপ সিংহও অনুশীলনে ত্রুটি রাখলেন না

দীপক চাহারকে অনুশীলনে বেশ হাসিখুশি দেখায়

সমালোচনার মুখে পড়া হর্ষল পটেল কোচেদের সঙ্গে খানিকটা সময় কাটান

রাহুল দ্রাবিড়কে উঠতি ক্রিকেটারদের সঙ্গে কথা বলতে দেখা যায়